কানাডা থেকে হাই কমিশনার প্রত্যাহার ভারতের, আশঙ্কায় ৪ লক্ষ ভারতীয় পড়ুয়া


india-withdraws-its-high-commissioner-from-canada



শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে ভারতীয় রাষ্ট্রদূতের নাম উঠে আসে কানাডা সরকারের তদন্তে। এবার কানাডা থেকে হাই কমিশনার, কুটনীতিবিদদের দেশে ফেরত আসার নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। ফলে জাস্টিন ট্রুডোর দেশের সঙ্গে ভারতের সব রকম কুটনৈতিক সম্পর্ক বন্ধ হওয়ার পথে।


কানাডা সরকারের তদন্তকারী সংস্থা নিজ্জর হত্যায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মাকে ‘স্বার্থ সম্পর্কিত ব্যক্তি’ বলে জানিয়েছিল রবিবার। যদিও কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হয়নি। সোমবার সকালে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের এই পদক্ষেপ ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক’ বলে অভিযোগ করা হয়। সেই সঙ্গে বলা হয়, ‘‘বারবার অনুরোধ করা সত্ত্বেও কানাডা সরকার নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনও প্রমাণ পেশ করেনি।’’ এর পর সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সঞ্জয়কে ফেরত আনার কথা জানানো হয়।


তবে ভারত থেকে ৮ লক্ষাধিক পড়ুয়া কানাডায় গিয়েছেন। সঙ্গে পেশাগত, জীবিকার কারণে সেখানে থেকে বহু ভারতীয়। ভারত সরকার হাই কমিশনারকে ডেকে নেওয়ায় কানাডায় বসবাসকারী ভারতের ছাত্রছাত্রীদের নিয়ে আশঙ্কা তৈরি হল।