অনশন মঞ্চেই জ্ঞান হারালেন তনয়া
রাজ্য জুড়ে চলছে কার্নিভাল, একাদশীর সন্ধ্যায় জ্ঞান হারালেন অনশনরত চিকিৎসক তনয়া পাঁজা। সূত্রের খবর , সোমবার সন্ধেয় অনশন মঞ্চেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্যের পর এবার অসুস্থ জুনিয়ার চিকিৎসক তনয়া পাঁজা। জানাগেছে, তনয়ার শরীর আগেই খারাপ হয়েছিল কিন্তু তিনি হাসপাতালে যেতে নারাজ ছিলেন। কিন্তু আজ আর পারলেন না, জ্ঞান হারাতেই তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো কলকাতা মেডিক্যাল কলেজে।
এই মাত্র প্রাপ্ত খবর। বিস্তারিত আসছে। আরও খবর দেখতে ভিজিট করুন- Click Here
0 মন্তব্যসমূহ
thanks