Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমাদের ভাগ হওয়া যাবে না বিস্ফোরক শুভেন্দু অধিকারী

আমাদের ভাগ হওয়া যাবে না বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari


সোমবার সিউড়ি বিজেপি কার্যালয়ে বিজয়ী সম্মেলনে যোগদান করেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বক্তৃতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "কেষ্টবাবুর সিকিউরিটি সাইগলকে তিহারে গিয়ে জেরা করেছে । এনআইএ কি করবে আমি জানি না । এনআইএ চাইলে কেষ্টবাবু, রাজেন্দ্র সিং (নলহাটি বিধায়ক),আশীষ ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানাজী (ডাকনাম বুবাই), সভাধিপতির ঠিকাদার ইসলাম শেখ এদের সঙ্গে বিকাশও আছে পঞ্চায়েত ভোটের থেকে এরাও আরো ভদ্র হয়েছে ।"


তিনি আরো বলেন, "নানুরে ভোট হয় নি কাজল ভোট করতে দেয় নি । লাভপুরে ভোট হয় নি । ময়ূরেশ্বরে বালি চোর জটিলেশ্বর ভোট করতে দেয় নি । নলহাটি,হাঁসন,মুরারই স্ট্রং মুসলিম ভোট প্রভাব ফেলেছে । মোদিজীর শৌচালয় নেবো,বাড়ী নেবো, থলে হাতে রেশন নেবো তখন ওটা আমার অধিকার । ভোটের সময় বলবো বিজেপি হিন্দুদের পার্টি ওকে ভোট দেওয়া যাবে না ইমাম সাহেব বলেছে শুক্রবার । হিন্দুদের সব বুথে রাখতে হবে সঙ্গে আদিবাসীদের । আমাদের ভাগ হওয়া যাবে না ।" 



বিজয়ী সম্মেলন শেষে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আধিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে একসাথে বসে ভোজন করেন । বীরভূম বিজেপি জেলা কার্যালয়ে বিজয়ী সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপি কমী সমর্থকেরা উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code