Latest News

6/recent/ticker-posts

Ad Code

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষনা, দলে তিন KKR ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষনা, দলে তিন KKR ক্রিকেটার 

Indian team


অস্ট্রেলিয়া সফরের দল ঘোষনার দিন দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষনা করলো বিসিসিআই। অস্ট্রেলিয়া সফরের কিছুদিন পরেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। চোট পেয়ে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব। দলে কেকেআরের আরও এক ক্রিকেটার সুযোগ পেয়েছেন।



বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি‌জ়ে যে দল খেলেছিল তাঁদের প্রায় সবাইকেই ধরে রাখা হয়েছে। তবে নতুন সংযোজন রমনদীপ সিংহ। মায়াঙ্কের বদলে আরসিবি-র পেসার বিজয়কুমার বিশাক সুযোগ পেয়েছেন। তিলক বর্মাও সুযোগ পেয়েছেন দলে। এমার্জিং কাপে ভারতের অধিনায়ক ছিলেন তিনি।



দক্ষিণ আফ্রিকা সফরে ভারত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ৮ই নভেম্বর ডারবানে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১০ই নভেম্বর কেবেরহায়, ১৩ই নভেম্বর সেঞ্চুরিয়নে এবং ১৫ই নভেম্বর শেষ টি-টোয়েন্টি জোহানেসবার্গে খেলবে ভারত ।



দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রমনদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, বিজয়কুমার বিশাক, আবেশ খান এবং যশ দয়াল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code