নদীর ধারে এক ১৫-১৬ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

river



নদী থেকে অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটে সুলকা পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাঙ্গাপাড়া সুকানি নদী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় শুকানি নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় নাবালিকার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তারপর তারা খবর দেয়। নাগরাকাটা থানায় থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

এই মৃতদেহ কার এবং কোথা থেকে ভেসে এসেছে এবং কিভাবে মৃত্যু তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন নাগরাকাটা থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা রাহুল আমিন বলেন" খবর পাই যে সুকানি নদীর ধারে এক পনেরো-১৬ বছরের নাবালিকার মৃতদেহ পড়ে রয়েছে তাই সেই খবর আমার কানে পৌঁছালে আমি তৎক্ষণাৎ ছুটে আসি মৃতদেহটিকে দেখতে তবে কি কারণে মৃত্যু তা বুঝতে পারিনি।"