কলকাতায় সোনাগাছিতে মাতৃশক্তির মূর্তি উন্মোচন উৎসব অনুষ্ঠিত হলো

kolkata




সুরশ্রী রায় চৌধুরী,কলকাতা:


আজ কলকাতায় সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির দুর্বার দুর্গোৎসবের একযুগ ২০২৪-এ মাতৃশক্তির মূর্তি উন্মোচন উৎসব অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে সুসজ্জিত মণ্ডপে মৃন্ময়ী দেবী দুর্গতিনাশিনী দুর্গার মূর্তি উন্মোচন করলেন এই প্রান্তিক জনগোষ্ঠীর মায়েরা।


ড :স্মরজিৎ জানার প্রদর্শীত পথেই যৌন কর্মী মা বোনেরা সচিব শ্রীমতি বিশাখা লস্করকে সামনে রেখে আনন্দের এই উৎসবের শুভ সূচনা করেন। মায়ের মণ্ডপ উন্মোচন এর আগে ঠিক বিকেল চারটায় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের ডেকে বরণ পর্ব সেরে নেন। এলাকার তিন কাউন্সিলর সুনন্দা সরকার সহ আরো দুজনকে বরণ করে তাঁদের মূল্যবান বক্ত্যব্য শুনে অনুপ্রাণিত হন। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে রবীন্দ্র নাথ চক্রবর্তী,গৌতম মুখোপাধ্যায়, মনের কাছে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন এর লড়াকু যৌন কর্মীদের এই মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়।

kolkata 2


সচিব বিশাখা লস্কর মঞ্চে বলেন যৌন কর্মীদের অধিকার রক্ষার সংগ্রাম আজও অব্যহত আছে। দুর্বার আজ সামাজিক স্তরে অনেক শক্তিশালী একটা সগঠন। সবার সহযোগিতা য় আরো বড়ো হবে এবং মানব মনে জায়গা করে নেবে। দুর্বারের স্বেচ্ছাসেবক বোনেরা অসম্ভব ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে সংগঠন এর মুখ উজ্জ্বল করছে। উপস্থিত দর্শকদের আমন্ত্রণ জানিয়ে পুজোর কয়েকটি দিন সবাইকে উৎসব এর আনন্দে মেতে থাকার পরামর্শ দিয়েছেন।