Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর মুখে কিডজি দিনহাটার নতুন বস্ত্র বিতরণ

পুজোর মুখে কিডজি দিনহাটার নতুন বস্ত্র বিতরণ

পুজোর মুখে কিডজি দিনহাটার নতুন বস্ত্র বিতরণ


কিডজি দিনহাটার উদ্যোগে আয়োজিত হলো বস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ কর্মসূচি, যা এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলো।

দিনহাটা শহর সংলগ্ন ভুতকুড়া ও বলরামপুর রোড লাইনপার এলাকায় প্রায় একশো জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন বস্ত্র ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় কিডজি দিনহাটার পক্ষ থেকে।

বাচ্চাদের হাত ধরে এই উদ্যোগ, যেখানে শিক্ষকরাও পাশে দাঁড়িয়েছেন, শুধু সামগ্রী বিতরণ নয়, মানবিকতার পাঠও দিয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কিছুটা হলেও সহযোগিতা করা।

কিডজি দিনহাটার এই মহৎ উদ্যোগ সমাজের সকল স্তরের মানুষকে অনুপ্রাণিত করেছে। আমরা আশা করছি, এই ধরণের কর্মসূচি ভবিষ্যতেও চলতে থাকবে এবং আরও বেশি মানুষকে সাহায্য করবে।

কিডজি দিনহাটার প্রিন্সিপাল শ্রীমতি পূজা ধর জানান, ছোটবেলা থেকেই যাতে শিশুদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা যাতে গড়ে ওঠে সেই কারণে খুদেদের এই আয়োজনে সামিল করানো।

মানবিকতার এই ছোট্ট উদাহরণ কিডজি দিনহাটার পক্ষ থেকে সমাজকে এক সুন্দর বার্তা দিয়ে গেলো – আমরা যদি একসাথে কাজ করি, তাহলে সবকিছুই সম্ভব। কিডজি দিনহাটার পক্ষ থেকে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code