এভারগ্রীন স্পোর্টিং ক্লাবের পুজোর ভাবনায় থাকবে স্পন্দন

Evergreen Sporting club



দিনে দিনে আধুনিক জীবন যাত্রার চাকচিক্যের দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা। হারিয়ে যাচ্ছে সবুজ। গাছ পালা মাঠ ঘাট নষ্ট করে সেজে উঠছে উন্নতশীল সমাজ। যার জেরে প্রকৃতি হারাচ্ছে নিজের ভারসাম্যতা। শেষ হচ্ছে একর পর এক স্পন্দন। কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ। বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রব পড়ছে। কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সমাজের। সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায়। ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকায় অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতিবছর নতুন নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে। ৩৭ তম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার এর ভাবনায় বিশেষভাবে সেজে উঠছে এ বছরের গোটা দুর্গাপুজোর মন্ডপ। থিমের নাম স্পন্দন।



মন্ডপে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের। প্রতিদিন সর্বক্ষণ যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার থেকে শুরু করে গাছ কেটে ফেলে নিজেদের এবং প্রকৃতির কি কি ক্ষতি করছি সেই সমস্ত জানাবে গোটা মন্ডপ সজ্জা। মন্ডপের প্রতিটি কোন জুড়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে কি হচ্ছে সমাজে। কিভাবে এর প্রতিকার প্রয়োজন সেই সমস্ত অর্থাৎ প্রকৃতিগত ভাবে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর মত বার্তা তুলে দিয়ে মন্ডপের প্রতিটি কোণাকে সাজিয়ে তোলা হচ্ছে অভিনবভাবে। মাটি কিংবা বিচুলি কাঠ নয়। মেটাল দিয়ে মা দুর্গার মূর্তি থিমের আদলে সাজিয়ে মন্ডপে উপস্থাপন করবে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব।



কাঠি, খড়, বাঁশ, দড়ি , শোলা—কত কিছু দিয়েই না ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপকে। পরিবেশবিধ্বংসী প্লাস্টিকের কোনো ব্যবহার নেই। নেই গতানুগতিক নির্মাণশৈলী।



এভারগ্রীন স্পোর্টিং ক্লাব আয়োজিত দুর্গ পুজোর প্রধান উপদেষ্টা তথা ওয়ার্ড কাউন্সিলর জয়দীপ দাস জানালেন, দীর্ঘ ৩৬ বছর ধরে তাঁরা থিমনির্ভর মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছেন। কখনো কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে শুরু করে বর্তমানের নানা সচেতনতামূলক প্রসঙ্গ তুলে ধরেছেন নিজেদের দুর্গা পুজোর মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে যা প্রতি বছর দর্শনার্থীদের দিয়ে থাকে অন্য রকম অভিজ্ঞতা। এবছর ও কোন দর্শনার্থী হতাশ হবেন না। এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়া হবে মন্ডপের দুয়ার। তার আগে শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি।