মুক্তি পেলো পুজোর গান 'মহিষমর্দিনী মা'

pujar gaan



দুর্গা পূজা মানেই শুধু প্রতিমা দর্শন আর আড্ডা নয়, সাথে গানও রয়েছে। পূজার গান এর আশায় থাকেন অনেকেই। বাঙালির সঙ্গীতপ্রেমের গভীরতা চিরকালীন, অতলস্পর্শী। এবার পুজোর আবহে দিনহাটায় একাধিক পুজোর গান প্রকাশ পেয়েছে।

সম্প্রতি তুলসী বর্মন সরকারের কথায় তপন মহন্তের সুরে মুক্তি পেয়েছে এবারের পুজোর আগমনী গান "মহিষমর্দিনী মা"।

গানটি রেকর্ড করা হয়েছে নিগম নগরের একমাত্র মিউজিক স্টুডিও BIIR MUSIC থেকে। গানটি BIIR MUSIC BENGALI এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।