Durga Pujar Gaan: পুজোর গান প্রকাশ দিনহাটায়
দুর্গা পূজা মানেই শুধু প্রতিমা দর্শন আর আড্ডা নয়, সাথে গানও রয়েছে। পূজার গান এর আশায় থাকেন অনেকেই। বাঙালির সঙ্গীতপ্রেমের গভীরতা চিরকালীন, অতলস্পর্শী।
গত ২ রা অক্টোবর মহালয়ার সন্ধ্যায় এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পী মৌসুমী বর্মনের পুজোর গানের ভিডিও প্রকাশ হলো দিনহাটায়। গানের কথা লিখেছেন আকাশ বানীর গীতিকার শুভাশিস দাশ,সুর করেছেন সংগীত শিল্পী বিপ্লব দেব ।
এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশিস দাশ, বিপ্লব দেব, রুদ্রাশিস সাহা, গীটার বাদক রবীন দাস প্রমুখ। প্রবীণ গীতিকার শুভাশিস দাশ মৌসুমীর গানের ভুয়সী প্রশংসা করে বলেন আগামী দিনে এই শিল্পী সংগীত জগতে একটি বড় জায়গা নেবে।
0 মন্তব্যসমূহ
thanks