তিস্তার গ্রাসে চমকডাঙ্গী গ্রাম, পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র সহ জলপাইগুড়ির প্রশাসনিক আধিকারিকেরা
শিলিগুড়ি : গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে তিস্তার জলে বানভাসি হয়েছে ডাবগ্রাম ১ নম্বর গ্রামপঞ্চায়েতের চমকডাঙ্গীর ৪০টি পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনিষা রায় সহ প্রশাসনিক আধিকারিকরা।
বিগত কয়েকদিন ধরে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির ফলে তিস্তা সহ সমস্ত নদীতে জলস্তর বেড়েছে। ভাঙ্গন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। শিলিগুড়ির অদূরে ডাবগ্রাম ১ নম্বর গ্রামপঞ্চায়েতের চমকডাঙ্গী গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা। সেই গ্রামে ঢোকার মূল রাস্তা কয়েকদিন আগেই তিস্তার গ্রাসে চলে গিয়েছে। ধীরে ধীরে তিস্তা গ্রাস করছে গ্রামটিকে। বর্তমানে বাসিন্দাদের স্থায়ী ঠিকানা কমিউনিটি হল।
এদিন এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনিষা রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বানভাসি মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
এদিন মেয়র গৌতম দেব জানান, বিপন্ন লালটং বস্তি ও চমকডাঙ্গী গ্রামের বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে কাজও শুরু করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বানভাসি এলাকার মানুষগুলিকে নিরাপদে রাখার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊