R G Kar: নিঃশর্ত ক্ষমা চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল কলকাতা পুলিশের !

rgkar



আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা। ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসেছেন তাঁরা। আন্দোলনকারী ডাক্তারদের ধরনা কর্মসূচিতে ‘না’ কলকাতা পুলিশের। উৎসবের কথা মাথায় রেখে ই-মেল করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানাগিয়েছে। এছাড়া  শুক্রবারের চিকিৎসক হেনস্তার ঘটনায় নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছে পুলিশ।

জুনিয়র ডাক্তাররা তাদের 'সম্পূর্ণ কাজ বন্ধ' ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ডাক্তাররা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আসলে, শুক্রবার কলকাতার এসএসকেএম হাসপাতালে বিক্ষোভ মিছিল করছিলেন চিকিৎসকরা। এ সময় পুলিশ চিকিৎসকদের সমাবেশে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকরা আমরণ অনশন শুরু করার হুমকি দিলেও শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা বাংলা সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন এবং দাবি করেছেন সরকার তাদের দাবি মেনে নেবে নয়তো আমরণ অনশন শুরু করবে।

প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন-'যখন আপনি কোনো কারণের জন্য লড়াই করেন, আপনি আশা করতে পারেন না যে জিনিসগুলি সহজ হবে। যাইহোক, আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার আমাদের সাথে ভাল আচরণ করবে। পুলিশ যে লাঠিচার্জ ও গালিগালাজ করেছে, দুটোই ভুল।"

একজন প্রতিবাদী জুনিয়র ডাক্তার বলেছেন, "এখন সময় এসেছে রাজ্য সরকারের প্রতিক্রিয়া জানানোর এবং দেখানোর যে তারা এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক। সময় দ্রুত চলে যাচ্ছে।" আন্দোলনকারীরা বলেছেন, নিহত নারী চিকিৎসকের বিচার পাওয়া তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।