Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গে অনশনে বসা জুনিয়র ডাক্তার অলোকের অবস্থা আশঙ্কাজনক!

উত্তরবঙ্গে অনশনে বসা জুনিয়র ডাক্তার অলোকের অবস্থা আশঙ্কাজনক!

North bengal Junior Doctor Alok


সংবাদ একলব্য: 


উত্তরবঙ্গে অনশনে বসা জুনিয়র ডাক্তার অলোকের অবস্থা আশঙ্কাজনক! খবর পাওয়া যাচ্ছে তাঁকে ভর্তি করা হয়েছে সিসিইউতে। আরজি কর কাণ্ডের জের রাজ্যের জুনিয়র চিকিৎসকরা পথে নেমেছে। গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। কলকাতায় অনিকেত মাহাতোর পর উত্তরবঙ্গে অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মা অসুস্থ।




জানা যাচ্ছে সাত দিন ধরে অনশনে বসার পর অলোকের শারীরিক পরিস্থতির অবনতি হয়েছে শনিবার। এরপর তাঁকে ভর্তি করা হয়। দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ওই জুনিয়র ডাক্তারকে সিসিইউয়ে স্থানান্তর করা হয়েছে। তাঁর সঙ্গে অনশনে বসেছেন শৌভিক বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও সুস্থ বলে খবর।



বর্তমানে কলকাতার ধর্মতলার মঞ্চে অনশনরত জুনিয়র ডাক্তারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট। তাঁদের সঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়ার ডাক্তার ‘আমরণ অনশন’ করছিলেন। মোট অনশনকারী ছিলেন ১০ জন। অনশনরত জুনিয়র ডাক্তারদের রেগুলার শারিরীক চেকআপ হচ্ছে। দিনে দু’বার করে স্বাস্থ্যপরীক্ষা। 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভার্মার শারীরিক অবস্থার অবনতি। আলোক ভার্মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আইসিইউ-তে রাখা হয়েছে আলোক ভার্মাকে। কিটোন বডি বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে লিভার এবং কিডনিতে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেছে, হার্ট-রেট অনিয়মিত। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code