Open National classic & Equipped bench press championship -2024
প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও সাফল্য এনে জলপাইগুড়ির নাম আবারও উজ্জ্বল করল জলপাইগুড়ির মেয়ে সুভার্তি মাহাতো।
Open National classic & Equipped bench press championship -2024 held at goa bainabeach rabindra bhavan যা অনুষ্ঠিত হয়েছিল।
গোয়ার রবীন্দ্র ভবনে ১৪ থেকে ১৮ই অক্টোবর পর্যন্ত আয়োজিত সাব জুনিয়র, সিনিয়র অ্যান্ড মাস্টার ( মেন অ্যান্ড ওমেন) ক্লাসিক অ্যান্ড ইকিউপড ব্রেঞ্জ প্রেস চ্যাম্পিয়নশীপ -২০২৪ (Open National classic & Equipped bench press championship -2024) এর ওপেন ৬৯ ক্যাটাগরি মহিলা বিভাগে ৮০ কেজি তুলে ব্রেঞ্জ প্রেসে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জয় করে সে।
সুভার্তি মাহাতোর এবারের লক্ষ্য ইন্টারন্যাশনাল এ গিয়ে আরোও বড় সাফল্য আনা। তার মা বলেন অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছে আমার মেয়ে, সকলের সহযোগিতা কামনা করছি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊