Latest News

6/recent/ticker-posts

Ad Code

জয়নগরের ঘটনায় দিনহাটায় প্রতিবাদে পথে নামলো CPIM এর ছাত্র - যুব - মহিলা সংগঠন

জয়নগরের ঘটনায় দিনহাটায় প্রতিবাদে পথে নামলো CPIM এর ছাত্র - যুব - মহিলা সংগঠন

CPIM's students - youth - women's organizations took to the streets to protest


আর জি করের পর আবার আর একটা ধর্ষন ও খুনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। গতকাল জয়নগরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে সিপিআই (এম) এর ছাত্র - যুব - মহিলা সংগঠন।

এই কর্মসূচীর অংশ হিসেবে আজ সন্ধ্যায় দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণারের সামনে মশাল হাতে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় এসএফআই, ডিওয়াইএফআই ও সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।

আজকের এই বিক্ষোভ কর্মসূচী উপস্থিত ছিলেন এস এফ আই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবির দেব, জেলা কমওটি সদস্য সুব্রত রায়, ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, লোকাল সভাপতি উজ্জ্বল গুহ, সৌরব সরকার , মহিলা সমিতির নেত্রী সুজাতা চক্রবর্ত্তী, বাসন্তী বর্মন, দেবযানী মিত্র সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code