Durga Puja Song: চতুর্থীতে মুক্তি পেলো অস্মিতার 'ও দুর্গা মা'

Durga Puja Song: চতুর্থীতে মুক্তি পেলো অস্মিতার 'ও দুর্গা মা'


উৎসব মানেই আনন্দ। আর বাঙালির সঙ্গীত প্রিয়তা চিরন্তন। পূজার আবহে আজ দিনহাটায় মুক্তি পেলো শিল্পী অস্মিতা সাহার কন্ঠে 'ও দুর্গা মা' গানের ভিডিও। অস্মিতা সাহা পরিবেশিত আগমনী গান 'ও দুর্গা মা' প্রকাশ করেন সংগীত শিল্পী শ্রী প্রশান্ত সরখেল।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী তীর্থঙ্কর মন্ডল, সুবর্ণ শেখর সাহা, তাপস রায়, নীহাররঞ্জন গুপ্তা, প্রান্ত সাহা, শ্রীমতি জুঁই বকশি, শ্রীমতি কাবেরী সাহা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সম্পাদক শ্রী রথীন্দ্রনাথ সাহা। উপস্থিত গুণীজনেরা অস্মিতার গানের প্রশংসা করেন ও অস্মিতার আগামীর সাফল্য কামনা করেন ।

'ও দুর্গা মা' গানে কথা ও সুর দিয়েছেন প্রশান্ত সরখেল, কন্ঠে ও অভিনয়ে অস্মিতা সাহা, দৃশ্য গ্রহনে সৌম্য ভৌমিক এবং সঙ্গীত পরিচালনায় রুদ্রাশিস সাহা।