বামফ্রন্ট কংগ্রেসের পর তৃণমূল প্রার্থী সঙ্গিতা রায়ের মনোনয়ন বাতিলের আবেদন বিজেপির!
দিনহাটা:
বামফ্রন্ট কংগ্রেসের পর এবার বিজেপি। সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সঙ্গীতা রায়ের মনোনয়ন বাতিলের জন্য রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ পত্র জমা দিল বিজেপি মনোনীত প্রার্থী দীপক কুমার রায়।
আজ দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ পত্র জমা দেওয়ার পর বিজেপি প্রার্থী দীপক কুমার রায় জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় গত পঞ্চায়েত ভোটে যখন তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি নিজের হলফ নামায় উল্লেখ করেছিলেন তার স্বামীর নাম জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সেই সঙ্গীতা রায় কে এবার তৃণমূল প্রার্থী করেছে সিতাই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে। এবার তার নিজের হলক নামায় তিনি স্বামীর নাম উল্লেখ করেননি। অথচ দিন কয়েক আগে রাজ্যের নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সিতাইতে এলে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়ার স্বামীর নাম উল্লেখ করেছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সীতাই এর মানুষ জানতে চায় তৃণমূলের যিনি প্রার্থী তার স্বামী কে? যেহেতু তিনি নিজের এফিডেভিডে উল্লেখ করেননি স্বামীর নাম, সেখানে তার পরিবর্তে উল্লেখ করা হয়েছে তার বাবার নাম।
অপরদিকে গতকাল একই অভিযোগে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগপত্র দায়ের করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস উভয় রাজনৈতিক দলের প্রার্থীরা। যদিও এ বিষয়ে সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের প্রার্থী সঙ্গীতা রায়কে ফোন করা হলে প্রতিক্রিয়ায় তিনি জানান এসব বিষয়ে জানি তবে এ বিষয়ে কোন মন্তব্য এখনই করব না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊