বাতিলের পথে সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গিতা রায়ের মনোনয়ন?
বিধায়ক থেকে সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। আর তাই সিতাই কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১৩ই নভেম্বর উপনির্বাচন। ইতিমধ্যে মনোয়ন জমা হয়েছে। এর মধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গিতা রায়ের মনোনয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্রকে চ্যালেঞ্জ জানিয়ে সিতাই বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জমা করেছে কংগ্রেস। সোমবার দুপুর ১২ টা নাগাদ সিতাই বিধানসভা উপনির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি পর্ব চলাকালীন কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ ও তার এজেন্ট মাসুদ হাসান ৬ নং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র কে চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগ দায়ের করেন।
পাশাপাশি কংগ্রেস প্রার্থীর এজেন্ট মাসুদ হাসান অভিযোগ করে বলেন, যেহেতু সিতাই বিধানসভা এসসি রিজার্ভেশন সেইজন্য তারা প্রত্যেক প্রার্থীর এসসি (SC) সার্টিফিকেট দেখতে চান সেই সময় সেখানে উপস্থিত অবজারভার বিষয়টিতে রাজি হলেও সেই অবজারভার চলে যেতেই স্থানীয় প্রশাসনের কর্তারা উল্টো পথে হাঁটতে শুরু করে বলে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী এজেন্ট।
এদিকে দাবি করা হচ্ছে, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি সঙ্গীতা রায় বসুনিয়া এবং ৬ নং সিতাই উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিসেস সঙ্গীতা রায় একই ব্যক্তি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়, সিতাই পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসাবে তিনি তার নথি জমা দিয়েছিলেন যেখানে তিনি তার স্বামী হিসাবে জগদীশ বর্মা বসুনিয়ার নাম উল্লেখ করেছিলেন। কিন্তু এবার বিধানসভা উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি তার বাবার নাম মৃত সমর রঞ্জন রায় দিয়েছেন স্বামীর নাম গোপন করে হলফনামা পেশ করেন। AIFB রাজ্য সভাপতি গোবিন্দ রায়ের এই ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
পঞ্চায়েত নির্বাচনের সময় সমিতির প্রার্থী হিসাবে তিনি তার হলফনামায় যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ঘোষণা করেছেন এবং সিতাই উপ-নির্বাচনের প্রার্থী হিসাবে জমা দেওয়া হলফনামায় তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মধ্যে বিস্তর অমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপান উতোর অব্যাহত। সিতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা কথা সঙ্গীতা রায়ের মনোনয়ন বাতিলের দাবি উঠছে। তবে কি বাতিল হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊