এবার WhatsApp এই WBSEDCL এর সমস্ত পরিষেবা
বিদ্যুৎ পরিষেবা এবার আরও আধুনিক। রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলো বিদ্যুৎ বিভাগেও। WBSEDCL এর বিভিন্ন পরিষেবা এবার মিলবে আপনার মোবাইলের WhatsApp এই।
বিদ্যুতের বিল জমা থেকে বিলের কপি বা কোটেশনের নতু্ন সংযোগ নেওয়া, বিদ্যুৎ পরিষেবার যাবতীয় তথ্য মিলবে এখন হোয়াটসঅ্যাপে (WhatsApp)। শুধু তাই নয়, বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগও (No Power Call Docket) যেমন জানানো যাবে, তেমনই প্রাকৃতিক দুর্যোগের আগে সুরক্ষা ও সতর্কতা সংক্রান্ত বার্তাও পাঠাবে বিদ্যুৎ বণ্টন নিগম। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎভবনে বাংলা জুড়ে বিদ্যুতের এই অভিনব নয়া পরিষেবার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
WBSEDCL এর হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8433719121। এদিনই এই সরকারি কর্মসূচিতে উৎসবের দিনগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে পুজোর কন্ট্রোল রুমেরও সূচনা করেন বিদ্যুৎমন্ত্রী। জানিয়ে দেন,‘‘টানা ভারী বৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুমাস ধরেই বিশেষ কন্ট্রোল রুম খোলা ছিল। আর এবার চালু হল উৎসব উপলক্ষে বিশেষ কন্ট্রোল রুম। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ২৪x৭ এই কন্ট্রোল রুম চলবে।’’
রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর –8900793503 ও 8900793504 এবং সিইএসসি এলাকার পুজোর কন্ট্রোল রুমের দুটি ফোন নম্বর– 98310 79666 ও 98310 83700 বলে জানান বিদ্যুৎমন্ত্রী। এছাড়া এই উৎসব ও বন্যার কথা মাথায় রেখেই বিদ্যুৎ দপ্তরের সমস্ত বিদ্যুৎকর্মী এবং ইঞ্জিনিয়ারদের ছুটিও বাতিল করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊