Credit Card Rule Changes: ১ অক্টোবর থেকে বদলে যাবে নিয়ম, ক্রেডিট কার্ড ব্যবহার করলে জেনেনিন
১ অক্টোবর থেকে শুধু ক্রেডিট কার্ড নয় ব্যঙ্কিং ক্ষেত্রেও একাধিক নিয়ম পরিবর্তন হতে চলেছে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা দিতে চলেছে এই পরিবর্তন।
ক্রেডিট কার্ডের লেনদেনে এবার সুদের হার বাড়তে চলেছে। আগামী ১ অক্টোবর থেকে ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে বলে ধারনা করা হচ্ছে। RBI সম্প্রতি RLR (রেপো রেট লিঙ্কড রেট) 0.50% বাড়িয়েছে, ফলে ক্রেডিট কার্ড লেনদেনে সুদের হারের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
শুধু ক্রেডিট কার্ড নয় পরিবর্তন হতে চলেছে ব্যাঙ্কিং ক্ষেত্রেও। তবে এক্ষেত্রে গ্রাহকদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি রেপো রেট ০.৫০% বাড়িয়েছে, যার ফলে বাড়তে পারে ব্যাঙ্কগুলি্র সুদের হার।
এছাড়া, ১ অক্টোবর থেকে ২ লাখ টাকার বেশি নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা বিক্রয়, ক্রয় এবং লেনদেন সহ সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
একই সাথে আগামী ১ অক্টোবর থেকে শিক্ষা ঋণের সুদের হার বাড়বে বলে মনে করা হচ্ছে। RBI সম্প্রতি RLR 0.50% বাড়িয়েছে, যার কারণে শিক্ষা ঋণের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊