মহিলাদের পৃথক কোচের দাবিতে ডেপুটেশন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের
আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চে র উদ্যোগে এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ নাগরিক মঞ্চ ও অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত এর সহযোগিতায় আজ জিয়াগঞ্জ স্টেশন সুপারের নিকট একটি দাবিপত্র দেওয়া হয়। ডি আর এম শিয়ালদহ কে লেখা এই এপ্লিকেশন এ মুল ও একমাত্র দাবি ছিল হাজার দুয়ারী এক্সপ্রেস এ মহিলাদের জন্য একটি পৃথক কোচ দেওয়া।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে হাজারদুয়ারী এক্সপ্রেস এ আগে মহিলা দের জন্য ৬০ টি সিট ছিল যেটি বর্তমানে ২০ টি সিট হয়েছে। অথচ প্রতিনিয়ত প্রায় ২০০ মহিলা যাত্রী নিত্য এই ট্রেন এ মান্থলি টিকিট সহ যাতায়াত করেন, জানান একজন মহিলা নিত্য যাত্রী। এছাড়া ভোরবেলা যাত্রা শুরু করে ফিরতে ফিরতে অনেকের রাত্রি হয়ে যায়। তাই সুরক্ষিত যাত্রার জন্য পৃথক কোচ অত্যন্ত প্রয়োজন বলে জানান সকলের তরফে উদ্যোক্তা ড: রাজা ঘোষ। আজকের এই ডেপুটেশনে জিয়াগঞ্জ স্টেশন এ দেওয়াল তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও স্থানীয় কলেজ ছাত্র দের স্টুডেন্ট কনসেশনের ব্যাপারে ও বলা হয়!
উপস্থিত ছিলেন সুভাষ পান্ডে, অধ্যাপক রাজা ঘোষ, সাধেরুল আমিন, হুমায়ুন কবির, সায়ন্তনী বসু, পুষ্প বাহালিয়া, কমল রাম বাহালিয়া, অরুনাশীষ ভট্টাচার্য, রাজু দাস, রাজেশ মন্ডল ইত্যাদি। কিছুদিন আগে এই দাবি পত্র বহরমপুর কোর্ট স্টেশনে ও দেওয়া হয়। একই দাবি লিখিত ভাবে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত এর পক্ষ থেকেও দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊