Weather Today: উত্তরের জেলাগুলির জন্য খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর

weather news


Weather Forecast: আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যের কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

তবে দীর্ঘ প্রায় ১ সপ্তাহ থেকে প্রচন্ড গরমে নাজেহাল হচ্ছে উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় ঘর্মাক্ত পরিবেশে হাপিয়ে উঠছে জনজীবন। দুর্গা পূজার আগে এমন আবহাওয়া পূজার বাজারের উপরেও প্রভাব ফেলছে।

তবে ভারতীয় আবহাওয়া দপ্তর খুশির খবর শুনিয়েছে উত্তরের জেলাগুলির জন্য। আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে ২৪ সেপ্টেম্বর থেকেই পাল্টে যেতে চলেছে আবহাওয়া।

উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।