ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হিসাবে দুরন্ত কৃতিত্ব গড়লেন জসপ্রীত বুমরাহ
দুরন্ত কৃতিত্ব গড়লেন জসপ্রীত বুমরাহ। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর নিখুঁত ইয়র্কার প্রতিপক্ষের উইকেট ভাঙে তেমনি টেস্ট ক্রিকেটেও প্রতিপক্ষকে বিপাকে ফেলে দেয় বুমরাহ আউটসুইং। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs BAN 1st Test) হাসুন মামুদকে আউট করেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের অনবদ্য নজির গড়লেন তিনি। ক্রিকেটে ৪০০ উইকেট শিকারী এখন বুমরাহ।
৩০ বছর বয়সি ফাস্ট বোলার টেস্টে ১৬২টি, ওয়ান ডেতে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন। সব ফর্ম্যাট মিলিয়ে বুমরার বোলিং গড় ২১.০১। ষষ্ট ভারতীয় বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ১৯ রানের বিনিময়ে ছয় উইকেট বুমরার কেরিয়ারের সেরা বোলিং।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এদিন বুমরাহ ৫০ রানে ৪ উইকেট নিলেন। ম্যাচের ঠিক প্রথম ওভারেই শাদমানকে বোল্ড করে সাজঘরে ফেরান বুমরাই। তাঁর বলেই বাংলাদেশের অভিজ্ঞ মিজল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমও আউট হন। বুমরা এরপর হাসান মামুদকে আউট করেনা তিনি। আর সাথে সাথে গড়লেন নজির।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊