৩ বছর পর টেস্টে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রোহিত, আর কারা?
তিন বছর পেড়িয়ে গেছে টেস্টে ব্যাটারের ক্রম তালিকায় তেমন ভাবে দাঁড়াতে পারেনি রোহিত তবে এবার প্রথম পাঁচে। বুধবার আইসিসি প্রকাশিত তালিকায় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব়্যাঙ্কিং থাকা ভারতীয় রোহিতই। রোহিতের পাশাপাশি আরও দুই ভারতীয় ব্যাটার - বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালও ব়্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন। বিরাট রয়েছেন ৬ নম্বরে। ৭ নম্বরে রয়েছেন যশস্বী।
টেস্টে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন জো রুট (Joe Root)। দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসন (Kane Williamson)। এদিকে প্রথম দশের মধ্যে পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসাবে ৯ নম্বরে রয়েছেন উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।
আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিং
১. জো রুট - ৮৯৯ পয়েন্ট
২. কেন উইলিয়ামসন - ৮৫৯ পয়েন্ট
৩. ডারিল মিচেল - ৭৬৮ পয়েন্ট
৪. স্টিভ স্মিথ - ৭৫৭ পয়েন্ট
৫. রোহিত শর্মা - ৭৫১ পয়েন্ট
৬. যশস্বী জয়সওয়াল - ৭৪০ পয়েন্ট
৭. বিরাট কোহলি - ৭৩৭ পয়েন্ট
৮. উসমান খাওয়াজা - ৭২৮ পয়েন্ট
৯. মহম্মদ রিজওয়ান - ৭২০ পয়েন্ট
১০. মার্নাস লাবুশেন - ৭২০ পয়েন্ট
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊