শিশু পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করে রাখা, দুইই শাস্তিযোগ্য অপরাধ: SC
পর্নোগ্রাফি নিয়ে বড় রায় দিল সুপ্রিমকোর্ট। শিশু পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করে রাখা, দুইই শাস্তিযোগ্য অপরাধ বলে জানালো দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিমকোর্টের এরুপ পর্যবেক্ষণের পর শিশু নির্যাতন প্রতিরোধে সুপ্রিম কোর্টের এই নির্দেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে নানা মহল।
সম্প্রতি ২৮ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখার অভিযোগ ওঠে। মাদ্রাজ হাইকোর্ট সেই মামলায় ফৌজদারি কার্যক্রম বাতিল করে। শুধুমাত্র শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখা এবং দেখা শিশু সুরক্ষা আইন (পকসো) এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইনের অধীনে অপরাধ বলে গণ্য করা হবে না। সেই মামলাতেই সুপ্রিমকোর্ট ফৌজদারি কার্যবিধি জারি করলো।
পকসো আইনের শিশু-পর্নোগ্রাফি বিষয়ক ১৫তম ধারাটি উল্লেখ করে সোমবার দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, মাদ্রাজ হাই কোর্টের রায় একটি ‘বড় ভুল’। পাশাপাশি এই মামলায় আদালত জানায়, শিশু পর্নোগ্রাফি দেখা এবং নিজের কাছে সংরক্ষণ করে রাখার জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। অপরাধের পুনরাবৃত্তি হলে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি শিশু পর্নোগ্রাফির প্রচার করলে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে জরিমানা-সহ তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। পুনরাবৃত্তি হলে ৭ বছরের জেল।
পাশাপাশি এদিন সংসদে পকসো আইন সংশোধনের পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত, যাতে ভবিষ্যতে শিশু পর্নোগ্রাফিকে ‘যৌন নিপীড়নমূলক’ হিসাবে সংজ্ঞায়িত করা যায়। এই রায়কে একটি ‘মাইলফলক’ হিসাবে দেখছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊