বোর্ড পদাধিকার ও সদস্যদের সংবর্ধনা সভা নস্যসেখ উন্নয়ন পরিষদের
নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলার বর্ধিত সভা এবং নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো দিনহাটার আপনঘরে।
জেলা কমিটির সকল সদস্য ছাড়াও জেলার ১২টি ব্লক থেকে প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন এই সভায়।
সভা শুরুতেই বোর্ড ভাইস চেয়ারম্যান আমিনাল হক সহ বোর্ড সদস্যদের গামছা ও ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি থেকে শুরু করে জেলা সম্পাদক সকলেই সংগঠন মজবুতির বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা করেন।
সভার প্রধান বক্তা কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক তার বক্তব্যে জনজাতির অনুন্নয়নের বিভিন্ন দিল গুলি তুলে ধরে তা সমাধানের বেপারে বিভিন্ন আলোচনা করেন। শিক্ষা এবং অর্থনৈতিক দুর্বলতার দিকেই তিনি বেশি করে জোর দেন।
প্রতিটি ব্লকে মাইনোরিটি হোষ্টেল,কমিউনিটি হল,আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল,বিধবাদের জন্য ঘর,মাইনোরিটি এডুকেশন লোন,মসজিদ-মাদ্রাসা-কবরস্থান-ঈদের মাঠে বাউন্ডারি ওয়াল,পানিয়জল ইত্যাদি উন্নয়ন মূলক কাজ কি করে করা যায় সে বিষয়ে আলোচনা করেন আমিনাল হক।
এদিনের সভায় ওয়াকফ সম্পত্তি এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়েও বিস্তর আলোচনা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊