SSC GD Constable: ৩৯৪৮১ শূন্যপদে আবেদন করুন 


Job alert

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) জেনারেল ডিউটি জিডি কনস্টেবল নোটিফিকেশন 2024 প্রকাশ করেছে। এই এসএসসি জিডি কনস্টেবল সিএপিএফ, এনআইএ, এসএসএফ এবং রাইফেলম্যান (জিডি) আসাম রাইফেলস পরীক্ষা-এ আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। গত 05/09/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৪ই অক্টোবর পর্যন্ত চলবে আবেদন গ্রহন। যোগ্যতা, পদের তথ্য, নির্বাচন পদ্ধতি, বেতন স্কেল এবং অন্যান্য সমস্ত তথ্যের জন্য এসএসসি জিডি কনস্টেবল অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

মোট ৩৯৪৮১ টি শূন্যপদে আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর। BSF, CISF, CRPF, ITBP, SSB, ASF, AR, NCB তে নিয়োগ করা হবে। আবেদন ফি হিসেবে সাধারণ প্রার্থী, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীকে ১০০ টাকা ফি দিতে হবে। এসসি ও এসটি প্রার্থীদের কোনো রুপ ফি দিতে হবে না। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন।