জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিলো সুপ্রিমকোর্ট
জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিলো সুপ্রিমকোর্ট। আরজি কর কাণ্ডের মামলার শুনানি ছিল আজ সুপ্রিমকোর্টে। সেই শুনানিতে জুনিয়র ডাক্তারদের কাছে যোগ দেওয়ার সময় বেঁধে দিলো সুপ্রিমকোর্ট। শুনানির সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কাজে যোগ দেওয়ার সময়ও বেঁধে দিয়েছে। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।
গত ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর উত্তাল হয়ে ওঠে রাজ্য। দিকে দিকে দোষীকে শাস্তির দাবি উঠেছে। আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আরজি করের সামনে চলছে অবস্থানও। রাজ্য সরকারের তরফে বার বার তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তারেরা কাজে ফেরেননি। সোমবারের শুনানিতে কাজে ফেরার সুপ্রিম নির্দেশ হল।
প্রধান বিচারপতি বলেন, ‘‘জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না, আমরা তো বলেছি। আগামিকাল বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।’’ তিনি আরও বলেছেন, ‘‘এর পরেও যদি কোনও চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।’’
সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘বাস্তব পরিস্থিতি কী চলেছে আমরা সবাই জানি। কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে। চিকিৎসকদের প্রধান কাজ চিকিৎসা করা। তাঁদের নিরাপত্তার নির্দেশ আমরা দিয়েছি। তাঁরা কাজে যোগ না দিলে আমরা প্রত্যেককে নোটিস দেব।’’
রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনারা নিশ্চিত করুন, যাঁরা কাজে যোগ দেবেন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না। এমনকি তাঁদের বদলি করাও যাবে না।’’
0 মন্তব্যসমূহ
thanks