আব্বাস উদ্দিনের ১২৪ তম জন্ম বার্ষিকী পালনের উদ্যোগে সভা দিনহাটায়
সমীর হোসেন, দিনহাটা:
আব্বাস উদ্দীন জন্মদিন উৎসব কমিটির পক্ষ থেকে ভাওইয়া সম্রাট আব্বাস উদ্দীনের ১২৪ তম জন্মবার্ষিকী উজ্জাপন উপলক্ষে এক সভা আয়োজিত হলো দিনহাটায়। এদিন দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনের সামনে দিনহাটার ভাওয়াইয়া শিল্পীরা একত্রিত হয়ে এই সভার অয়োজন করেন।
প্রত্যেক বছরের ন্যায় এই বছর ও আগামী ২৭ সে অগাস্ট ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের জন্মদিন পালিত হবে দিনহাটায়। পাশাপাশি "আব্বাস উদ্দীনের জীবন দর্শন" শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হবে বলে জানান কমিটির সদস্যরা।
আব্বাস উদ্দীন জন্মদিন উৎসব কমিটির চেয়ারম্যান মৃনাল কান্তি রায় সিনহা জানান, আব্বাস উদ্দীনের জীবন দর্শন নিয়ে আয়োজিত সেমিনারে মূলত এপার বাংলা এবং পরবর্তীতে ওপার বাংলার তার জীবনের খুঁটি নাটি বিষয়গুলি নিয়ে আলোকপাত করা হবে।
মূলত ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের জন্মদিন পালনের মধ্য দিয়ে একদিকে যেমন তার লেখা বিখ্যাত কিছু ভাওয়াইয়া গানকে যেমন পুনরুজ্জীবিত করা যাবে, পাশাপাশি ভাওয়াইয়া গানকে সাধারণ মানুষের মধ্যে আরও বহুল প্রচলিত করা সম্ভব হবে বলে বিশ্বাস আব্বাস উদ্দীন জন্মদিন উৎসব কমিটির সদস্যদের।
ভাওয়াইয়া শিল্পী নূর মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আব্বাস উদ্দীন ভাওয়াইয়া গানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তাই ভাওয়াইয়া সংস্কৃতি রক্ষার তাগিদে আমরা ভাওয়াইয়া প্রেমীরা দিনহাটার সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ওনার জন্মদিন পালন করতে যাচ্ছি।
এছাড়াও এদিন ধীরেন রায়, আবেদ আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊