সিবিআইকে ফের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ, পরবর্তী শুনানি কবে?
আজ সুপ্রিমকোর্টে শুনানি ছিল আরজি কর কাণ্ডের আর সেদিকেই নজর ছিল সকলের। এই পরিস্থিতিতে আজ বেলা পৌনে এগারোটা নাগাদ শুনানির জন্য বসে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় এদিন স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। পাশাপাশি মুখ বন্ধ খামে এদিন রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর সেই রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বলের সওয়াল-জবাব শেষে আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
জানা গেছে আগামী শুনানিতেও স্টেটাস রিপোর্ট জমা করতে বলা হয়েছে সিবিআইকে। সিসিটিভি ফুটেজ থেকে ময়নাতদন্তের গতি প্রকৃতি- সব বিষয় নিয়েই সুপ্রিম কোর্টে এদিন সওয়াল জবাব চলে। প্রধান বিচারপতির বেঞ্চের তরফে জিজ্ঞেস করা হয় হাসপাতাল থেকে তৎকালীন অধ্যক্ষর (সন্দীপ ঘোষের) বাড়ির দূরত্ব কত? সার্চ এবং সিজার কখন হয়? কখন হয় জেনারেল ডায়রি? সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে? রাজ্যের তরফে বলা হয়, 'রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টার মধ্যে, আগেই ছবি তোলা হয়েছিল, ময়নাতদন্তের জন্য দেহ পাঠাবার পর এটা হয়। সিসিটিভি ফুটেজ পুরোটা দেওয়া হয়েছে, তবে তাতে টেকনিক্যাল গ্লিচ ছিল। তথ্যপ্রমাণ সংগ্রহের ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে।'
শুধু তাই নয় পোস্ট মর্টেম নিয়ে সলিসিটার জেনারেল জানান, রাজ্য নমুনা সংগ্রহ করে কলকাতা CFSL কে পাঠিয়েছিল। সিবিআই সিদ্ধান্ত নিয়েছে AIIMS এবং অন্য ফরেন্সিককে পাঠানোর। কে নমুনা সংগ্রহ করেছে সেটা গুরুত্বপূর্ণ, সওয়াল সিবিআই-এর।
0 মন্তব্যসমূহ
thanks