পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, পরবর্তী শুনানি কবে?


Supreme court

পিছিয়ে গেল আরজি কর মামলায় শুনানি। আরজি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তাল রাজ্য। সেই মামলা চলছে সুপ্রিমকোর্টেও। এদিন জানা গেল আগামী শুক্রবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ওইদিন মামলা শুনছে না আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ১লা অক্টোবর শুনবে মামলার শুনানি। এমনটাই জানা গিয়েছে পিটিআই সূত্রে।

আগামী ১ অক্টোবর আরজি কর নিয়ে শীর্ষ আদালতেরই করা স্বতঃপ্রণোদিত মামলাটির শুনানি হবে। প্রতিবেদন অনুসারে প্রধান বিচারপতি বলেছেন, “আমরা ১ অক্টোবর, অর্থাৎ পরবর্তী মঙ্গলবার মামলাটি শুনানির জন্য নথিবদ্ধ করব।”

গত শুনানিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। রাজ্যের রাত্তিরের সাথী প্রকল্পে পরিবর্তন করার নির্দেশ দেন আদালত। এছাড়াও জুনিয়র ডাক্তারদের চলতে থাকা কর্মবিরতি, পুলিশের ভূমিকা— নানা বিষয় নিয়ে সওয়াল-জবাব চলে। সিবিআইয়ের দেওয়া ‘স্টেটাস রিপোর্ট’ পড়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। গত শুনানিতে ছয় দফা নির্দেশ দিয়েছিল আদালত।