বহিষ্কার তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন্যা ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি
মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা তৃণমূল ছাত্র নেত্রী জনপ্রীয় রাজন্য হালদার অভিনীত এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী পরিচালিত ‘আগমনী তিলোত্তমার গল্প’ ছবিটি। আর তার আগেই দল থেকে বহিষ্কার করা হলো এই দুজনকে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে 'দল বিরোধী কার্যকলাপ'এর কথা।
তৃণমূল ছাত্র পরিষদের এক্স হ্যান্ডেলে লেখে , ‘দলবিরোধী কার্যকলাপের জন্য প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে সাসপেন্ড করা হয়েছে। এনিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলারক্ষা কমিটি।’
এই বিষয়ে কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, ‘আর জি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্টফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।’
কার্যত এরপরেই প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদারকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, তৃণমূলের যুবনেত্রী হিসেবে উঠে আসেন রাজন্যা। ছাত্র পরিষদের যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী পদে ছিলেন তিনি। সম্প্রতি ‘আগমনী তিলোত্তমার গল্প’ নামের শর্টফিল্মের পোস্টারে দেখা যায় তাঁকে। এই ছবিরই পরিচালক রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু প্রান্তিক চক্রবর্তী। তিনিই লিখেছেন চিত্রনাট্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊