বোলপুরে পূজো কমিটি নিয়ে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী


বোলপুর:

হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে মাথায় রেখে যাতে ধর্ম মত নির্বিশেষে সকলে উৎসবমুখর দিনগুলি আনন্দে কাটাতে পারেন তার জন্য প্রশাসনিক বৈঠক হলো গীতাঞ্জলিতে। এই বৈঠকে বোলপুরে সমস্ত পূজা কমিটির মেম্বাররা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত জানান। 


এছাড়া আন্তর্জাতিক বোলপুর শহরে উৎসবের কয়েকটা দিন যাতে মানুষের কোন রকম অসুবিধা ভোগ করতে না হয় তার জন্য সমস্ত রকমের আলোচনা করা হয়। এই আলোচনা সভাতে কার্নিভাল নিয়েও আলোচনা হয় যা হাতে আরো সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে করা যায় ।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, বোলপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, বোলপুরের এস ডি পিও রিকি আগারওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি, বোলপুর মহকুমা প্রশাসক অয়ন নাথ মহাশয় ও অন্যান্য আধিকারিক বৃন্দ।