Breaking: জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন তিনি এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত। সূত্রের খবর, পুজোর আগে জেল মুক্তি, বাড়ি ফিরবেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় ১০ লক্ষ টাকার বণ্ডে জামিন পেলেন অনুব্রত মণ্ডল।
বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন অনুব্রত। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। অনুব্রতের ফেরার আশায় দিন গুনছিলেন তাঁর অনুগামীরা। দিল্লি হাই কোর্ট থেকে সুকন্যা জামিন পাওয়ার পর তাঁরা আরও উজ্জীবিত হয়েছিলেন। অবশেষে শুক্রবার হাসি ফুটল অনুগামীদের মুখে।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। ২০২৩-ঐ গ্রেফতার হন অনুব্রতর মেয়ে সুকন্যাও। কয়েকদিন আগেই জামিন পেয়েছেন সুকন্যা মণ্ডল। এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দু’বছর আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বাবা ও মেয়ে দুজনেরই থাকতে হয়েছে তিহাড় জেলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊