'উৎসবে ফিরবো কি করে দুমাসের বকেয়া হাতে পাইনি'-মুখ্যমন্ত্রীকে বিশেষ আর্জি
উৎসবে ফিরবো কি করে দুমাসের বকেয়া হাতে পাইনি আমরা, মুখ্যমন্ত্রীর কাছে তাই আর্জি জানালো সারা বাংলা প্রাণীসেবি, প্রাণী বন্ধু প্রাণী মিত্রা, এ আই ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা।
রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের জেলা সম্পাদক কুদ্দুস আলম অভিযোগ করে বলেন,২৮ শে সেপ্টেম্বর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড র্যাবিজ ডে, অথচ সরকারী অর্ডারে এই অনুষ্ঠানে আমাদের কোনো নাম ছিলো না, কিন্তু আজ রবিবার প্রকাশিত একটি সংবাদ পত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দফতরের পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ল্ড র্যাবীজ ডে অনুষ্ঠানে যোগ না দেবার অভিযোগ তোলা হয়েছে, এই বিষয়ে আমরা দফতরের বিবৃতি দাবী করছি।
এরই সঙ্গে এই জেলা সহ সমগ্র রাজ্যে আমাদের যে হাজার হাজার সদস্য গত দুমাসের ইনসেনটিভ পাইনি সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
সামনেই পুজো আমাদের বকেয়া না দিলে আমরা পরিবার নিয়ে উৎসবে ফিরবো কি করে।
0 মন্তব্যসমূহ
thanks