আরজিকর ঘটনার প্রতিবাদে প্রাক্তনীদের মিছিল
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:
গত ৯ ই আগস্ট রাজ্যের অন্যতম 'এলিট' হাসপাতাল আরজি করে ঘটে গ্যাছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন কর্মরতা তরুণী পড়ুয়া চিকিৎসক 'তিলোত্তমা'।
আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। প্রতিবাদ জানাতে বিক্ষোভ প্রদর্শন সহ নানান কর্মসূচি পালন করে চলেছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।সবার একটাই দাবি 'উই ওয়াণ্ট জাস্টিস'।
রবিবার সন্ধ্যায় আসানসোলের ইস্ট্রান রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তনীরা হাতে প্লেকার্ড, মোমবাতি নিয়ে বিচারের দাবিতে আসানসোলের রাজপথে মিছিল বের করলো।
প্রাক্তনীরা দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক স্লোগান তুলে অর্থাৎ আরাজিকর কাণ্ডের প্রতিবাদে সকল প্রাক্তনীদের উদ্যোগে মহামিছিল করা হলো। এদিন ইস্ট্রান রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত হয় এই মিছিল।
0 মন্তব্যসমূহ
thanks