Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিতাইয়ে নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের

সিতাইয়ে নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের

sitai



সিতাই:

রতনাই নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ এই দূর্ঘটনাটি ঘটে।

বছর চব্বিশের মৃত যুবক সঞ্জিত বর্মনের মামা সুভাষ বর্মন বলেন তার ভাগ্নে সিতাই মহেশের পাঠ এলাকায় তার শ্বশুড় বাড়িতে গিয়েছিল। সেখান থেকে সঞ্জিত সহ মোট চারজন গিরিধারী ব্রীজের নিচ দিয়ে বয়ে চলা রতনাই নদীতে স্নান করতে যায়। স্নান করার পাশাপাশি তারা ঝিনুক এবং মাছ ধরতে যায় ওই নদীতে এমনটাও জানান সুভাষ বাবু। এরপর ঝিনুক ও মাছ ধরতে ধরতে সঞ্জিত নদীর গভীর জলে আটকে পড়ে। এরপর বাকি তিনজন আতঙ্কিত হয়ে পড়ে। বহু চেষ্টা করেও সঞ্জিত নদীর গভীর জল থেকে উঠতে সক্ষম হয়নি এবং নদীর গভীর জলে ডুবে যায়।

কিছুক্ষন পর নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ ও নদীতে মাছ ধরা জেলেদের সহযোগিতায় সঞ্জিত এর দেহ উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ, তারা পৌঁছে সঞ্জিত এর দেহ উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট ওই এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code