ঔষধি গাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা

Medicinal Plant Cultivation Training Workshop



তপন বর্মন, সাহেবগঞ্জ: 
গতানুগতিক ফসল চাষের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ঔষধি গাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জে।

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল এন্ড এরোমেটিক প্লান্টস এবং শ্রদ্ধা ফারমার্স প্রোডিউসার কোম্পানির এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ব্লক এলাকার প্রায় ষাট জন কৃষক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রথাগত চাষ করার সাথে সাথে কৃষকদেরকে ঔষধি গাছের বিভিন্ন গুন সম্পর্কে ধারণা দেবার পাশাপাশি এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কেও সম্যখ ধারণা প্রদান করেন সংশ্লিষ্ট সংস্থার বিজ্ঞানী ড : রাকেশ কুমার। ঔষধি গাছের চাষ বৃদ্ধি করতে ইতিমধ্যেই সরকারিস্তরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে সমগ্র দেশব্যাপী "আরোমা মিশন " কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করে কৃষকরাও খুশী।

এই ধরণের প্রশিক্ষণ কর্মশালা এর আগে এখানে হয়নি বলেও জানান প্রশিক্ষণরত কৃষকরা।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন দিনহাটা দুই নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। এছাড়াও উপস্থিত ছিনেন দিনহাটা দুই নম্বর ব্লকের কৃষি আধিকারিক শুভাশিষ চক্রবর্তী, ব্লক প্রাণীসম্পদ দপ্তরের আধিকারিক শেখ সামসুদ্দিন সহ বিশিষ্টজনেরা।