মিছিল থেকে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ!
মিছিল থেকে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ! কোচবিহারে জেলা শাসককে দফতরে বিজেপির ঘেরাও ঘিরে কার্যত ধুন্ধুমার হয়ে ওঠে। বিশাল বেরিকেড দিয়ে বিজেপির অভিযান আটকানোর চেষ্টা করা হয়। বিজেপির মিছিল গিয়ে সেই বেরিকেডে ধাক্কা মারলে জল কামান ছোড়ে পুলিশ। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির জেলাশাসক অফিস ঘেরাও অভিযান গ্রেফতার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে।
দফায় দফায় বিজেপি নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের সাগরদিঘি। পুলিশি বাধা পেয়ে জেলাশাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ সুপারের অফিসে ইটবৃষ্টি পাল্টা পরিস্থিতি ঠাণ্ডা করতে কাঁদানে গ্যাস পুলিশের। দফায় দফায় উত্তপ্ত কোচবিহার শহর। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত নিশীথ-সহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে ১৫ জন পুরুষ এবং সাত জন মহিলা।
জানা যাচ্ছে দুপুর ২টো নাগাদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ, কোচবিহারের জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়, বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, মালতি রাভা প্রমুখের নেতৃত্বে মিছিল এগোচ্ছিল কিন্তু বাধা দিতে থাকে পুলিশ। বাধা কেটে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন নিশীথরা। জেড ক্যাটাগরির সিকিউরিটি পায় নীশিথ। নিশীথের নিরাপত্তা রক্ষী ও পুলিশ বচসায় জড়ায় বলে খবর। ডিএসপি চন্দন দাস, অতিরিক্ত ডিএসপি কৃষ্ণগোপাল মিনা এবং আইসি তপন পালের সঙ্গে কথা কাটাকাটির এমনকি ঠেলাঠেলি হয়। এরপরেই গ্রেফতার করা হয় নীশিথকে।
নিশীথকে আটকে এসপি অফিস নিয়ে যায় পুলিশ এমনটাই খবর। উত্তেজনাও বেড়ে যায় বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে। এসপি অফিসে ইট দিয়ে ঢিল ছুড়তে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। সব মিলিয়ে রণক্ষেত্র এলাকা।
0 মন্তব্যসমূহ
thanks