পুলিশের শীর্ষপদে একাধিক রদবদল, বিনীত গেলেন STF-এ
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে উত্তাল রাজ্য। আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের শুরু দিন থেকে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সড়ানো। ডাক্তারদের দাবি মতোন সেই পদ থেকেই সড়ানো হলো বিনীত গোয়েলকে। বিনীত গোয়েলের পদে আসলেন মনোজ বর্মা। বিনীতকুমার গোয়েলকে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএএফ)-এর এডিজি করা হয়েছে। সেই সঙ্গেই পুলিশের শীর্ষপদে হয়েছে আরও কিছু রদবদল।
এদিকে, কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তকে সরিয়ে ইএফআর-এর সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) দীপক সরকারকে। কলকাতা পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে মনোজ বর্মাকে। তিনি ছিলেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা)। তাঁর জায়গায় নতুন এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন জাভেদ শামিম। শামিম এত দিন ছিলেন পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর এডিজি। ওই পদে বসানো হল জ্ঞানবন্ত সিংহকে। তিনি এত দিন ছিলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর।
এদিকে বিনীত এখন নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএএফ)-এর এডিজি পদে। ওই পদে ছিলেন ত্রিপুরারি অথর্ব। তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর পদে বসানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊