উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে একাধিক কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ
দিনহাটা:
শুকারুরকুঠি তে ৩টি পেভার ব্লক রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার দুপুর একটা নাগাদ এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হয়। জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই তিনটি পেভার ব্লক রাস্তা।
প্রথম রাস্তা হল সেউতি প্রথম খন্ড মৌজায় একবাল হোসেনের বাড়ি থেকে ব্রজেন পাত্রনবিস এর বাড়ি হয়ে মোদক পাড়া পর্যন্ত ২১০০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা, দ্বিতীয়টি হল নগর কুর্শা মৌজায় দেলবস খাঁ এর বাড়ি থেকে জমিনদার আলীর বাড়ি পর্যন্ত ১৬৫০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা, তৃতীয়টি হল নগর কুর্শা মৌজায় বটতলা দূর্গা মন্দির থেকে যোগেন্দ্র বর্মনের বাড়ি পর্যন্ত ১৭০০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা।
এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন এই রাস্তা গুলি ১০ বছরেও কোন কিছুই হবে না যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, 'আমি মন্ত্রী হওয়ার পর সবথেকে বেশি কাজ যদি কোন অঞ্চলে হয়ে থাকে তবে সেটা শুকারুর কুঠি অঞ্চলে।'
এদিন মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শমিক তালুকদার, দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, বিষ্ণু কুমার সরকার, শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেন ও অন্যান্যরা।
একই সাথে আজ নয়ারহাট মাদ্রাসায় ৩টি শ্রেণীকক্ষ,শৌচাগার এবং পেভার ব্লক রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী। শুক্রবার দুপুর ১:৩০ মিনিট নাগাদ নয়ারহাট মাদ্রাসায় গিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সংশ্লিষ্ট নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে এক কোটি ৩২ লক্ষ ৮১ হাজার ১৬৪ টাকা ব্যয়ে নির্মিত হবে মাদ্রাসার তিনটি শ্রেণিকক্ষ, শৌচাগার এবং ৩৫০ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা। এদিন মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, বিষ্ণু কুমার সরকার, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমিক তালুকদার প্রমূখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊