তামিমের চোখের সামনেই তাঁর রেকর্ড ভেঙে নয়া রেকর্ড মুশফিকুরের

Mushfiqur


চোখের সামনে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন তামিম। দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম তামিমের রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন। চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে রান পাননি বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু নিজেদের দখলে করে নিলেন রেকর্ড।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন মুশফিকুর। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২০টি শতরান এবং ৮২টি অর্ধশতরান রয়েছে। ব্যাট করতে নামার আগেই তামিমের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন। দুজনেরই আন্তর্জাতিক রান ছিল ১৫১৯২। শনিবার প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গে একক ভাবে শীর্ষে গেলেন মুশফিকুর।

শনিবার ১৩ রান করায় তাঁর মোট রান এখন ১৫২০৫। যদিও তামিম দেশের হয়ে খেলেছেন ৩৮৭টি ম্যাচ। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ়ের অন্যতম ধারাভাষ্যকার তামিম মুশফিকুর এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন। ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ়ের অন্যতম ধারাভাষ্যকার তামিম এদিন মাঠেই ছিলেন তার সামনেই তাঁর রেকর্ড ভেঙে দিল মুশফিকুর।