এবার পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

r g kar



জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছিলো সুপ্রিমকোর্ট। আরজি কর কাণ্ডের মামলার শুনানি ছিল গতকাল সুপ্রিমকোর্টে। সেই শুনানিতে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দেয় সুপ্রিমকোর্ট। শুনানির সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।


এদিকে এই ঘোষণার পরই নয়া কর্মসূচী ঘোষণা করলো আরজি-কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন। সোমবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। এই দাবিপূরণের জন্য, মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।


পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। সেই তালিকায় যুক্ত হয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার ‘দুষ্ট’চক্র নিয়েও স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন। এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টার মধ্যে দাবিপূরণ না হলে স্বাস্থ্যভবনের সামনেই অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন চিকিৎসকরা।


গতকাল মুখ্যমন্ত্রী নিজেও 'উৎসবে' ফেরার ডাক দিয়েছেন। এদিকে চিকিৎসকদের দাবি, আগামিকাল বিকেল পাঁচটার মধ্যে রাজ্য সরকার উপরোক্ত দাবিগুলি মেনে নিলে তবেই কাজে ফেরার প্রস্তাব ভাবনাচিন্তার পথে হাঁটবেন। অন্যথায় মনে করা হবে, রাজ্যের এই অচলাবস্থা কাটাতে সরকার আগ্রহী নয়।


মূলত যে পাচটি দাবীতে আজকের স্বাস্থ্য ভবন অভিযান-
১) আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২) তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা।
৩) কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা।
৪) রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৫) রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।




প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর উত্তাল হয়ে ওঠে রাজ্য। দিকে দিকে দোষীকে শাস্তির দাবি উঠেছে। আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আরজি করের সামনে চলছে অবস্থানও।