Latest News

6/recent/ticker-posts

Ad Code

নৃত্য উৎসবের সূচনা, চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত

নৃত্য উৎসবের সূচনা, চলবে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত 

Burdwan news



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

গান আমরা কেনো শুনি?এই গান এবং নাচ মানুষের মধ্যে শুধু সংস্কৃতি চেতনা করবে তা নয়।এই গান এবং নাচ মানুষের মধ্যে একটা মেডিসিনের কাজ করে। মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে তখন মানুষ গান এবং নাচ শুনে বা দেখে। বিধায়কের উদ্যোগে বর্ধমান সংস্কৃতি‌‌ লোকো মঞ্চে দ্বিতীয় বর্ষ নৃত্য উৎসবের উদ্বোধনী‌ অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত।

প্রদীপ প্রজ্জ্বলন করে দ্বিতীয় বর্ষ নৃত্য উৎসবের শুভ সূচনা করেন ওডিসি নৃত্য সম্রাট কেলুচরন মহাপাত্রের ছাত্রী তথা ভারত বিখ্যাত ওডিসি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সভাধিপতি শ্যামাপ্রশন্য লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্যরা। 


এদিনের অনুষ্ঠানে বিধায়ক খোকন দাস বলেন গত বছর ১১২ টি স্কুলকে নিয়ে এই নৃত্য‌ উৎসবের সূচনা হয়েছে।এবছর ১২৮ টি স্কুলে প্রায় ১৬শো নৃত্য শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই নৃত্য উৎসব চলবে বলে‌ জানান বিধায়ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code