সুপ্রিম কোর্টে ‘অভয়া’ মামলার শুনানির আগে বড় পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের

supreme court



মঙ্গলবার সুপ্রিম কোর্টে ‘অভয়া’ মামলার শুনানির আগে নিজের অবস্থান মজবুত করতে দেশজুড়ে রোগীদের সামনেই ‘প্রতীকী’ পেন ডাউন করবেন জুনিয়র চিকিৎসকরা। আউটডোরে গড়বেন মানবশৃঙ্খল। আজ মহামিছিল। সোমবার পেন ডাউন কর্মসূচী।

রবিতে মহামিছিল। সোমবার পেন ডাউন। সোমবার দেশজুড়ে দুপুর ১২টা নাগাদ ১০ মিনিটের জন্য ‘পেন ডাউন’ পালন করবেন জুনিয়র চিকিৎসকেরা। আউটডোরের বাইরে আধঘণ্টার জন্য তৈরি করবেন মানবশৃঙ্খল। সবটাই হবে রোগীদের সামনে। মনে করা হচ্ছে, মঙ্গলবার সুপ্রিম শুনানির আগে চাপ বাড়াতেই এই কর্মসূচি নিচ্ছেন জুনিয়ার ডাক্তাররা।

প্রসঙ্গত আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নৃশংস হত্যাকণ্ডের ৩৫ দিন পার। গত ৬ দিন ধরে দুর্যোগ মাথায় করে স্বাস্থ্যভবনের সামনে রাজপথে বসে সুবিচার চাইছেন জুনিয়র ডাক্তাররা। একাধিকবার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক বাতিল। পাঁচ দফা দাবিতে অনড় জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন চলছে। ইতিমধ্যে গতকাল ধর্ষণ ও খুনের মামলায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই।

এদিকে আজ ঝড়বৃষ্টির মাঝেই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। ছাতা মাথায় দিয়েই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। বৃষ্টিতে ভিজেই 'আসুক যতই বৃষ্টি ঝড়, বিচার চায় আর জি কর।' স্লোগান দিতে দিতে এগিয়ে চলে মিছিল।