লেবাননে হামলা ইজরায়েলের, মৃত কমপক্ষে ৫০০!
লেবাননে হামলা ইজরায়েলের, মৃত কমপক্ষে ৫০০! পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকি বিস্ফোরণের পর সরাসরি রকেট হামলার ঘটনা। প্যালেস্টাইনের পর এবার লেবাননে হামলা ইজরায়েলের। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে সোমবারের হামলায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। তবে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লা গোষ্ঠীও।
জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের দাবি একসঙ্গে ২০০ রকেট পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মহিলা এবং শিশু-সহ ৪৯২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১,৬৪৫। হাইফা, আফুলা এবং নাজ়ারেথের মতো জায়গাগুলিতে হামলা চলেছে বলে খবর।
এমন পরিস্থিতিত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। লেবাননের উপর এই হামলার ফলে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা তুরস্কের। এর আগে, পর পর লেবাননে পেজার, ওয়াকি-টকি হামলা ঘটে। সেই ঘটনাতেও ইজরায়েলের নাম জড়ায়। ইজরায়েল এবং লেবানন সীমান্ত এলাকা ইতিমধ্যেই প্রায় খালি হয়ে গিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊