প্রকাশিত হল ANM-GNM এর ফল, কীভাবে দেখবেন ফল?



ANM & GNM

রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে এএনএম ও জিএনএম -এ ভর্তির পরীক্ষার ফল প্রকাশ হল আজ। গতকাল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল বোর্ড।


ফল দেখার লিঙ্ক:






West Bengal Joint Entrance বোর্ড আয়োজিত ANM-GNM পরীক্ষা 2024 ১৪ই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরে পরীক্ষার তারিখ পিছিয়ে দেয় বোর্ড। ১৪ই জুলাই এর পরিবর্তে পরীক্ষা হয় ৪ই আগস্ট ২০২৪।




WBJEEB পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কলেজ/প্রতিষ্ঠানে ভর্তির জন্য OMR ভিত্তিক কমন এন্ট্রান্স টেস্ট ANM (R) ও GNM পরীক্ষা পরিচালনা করবে। দুই (2) বছরের Auxiliary Nursing & Midwifery (Revised) course এবং তিন বছরের General Nursing & Midwifery তে ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে। সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে।