ভারত-বাংলাদেশ টেস্টে ঘরের মাঠে শতরান হাঁকালেন অশ্বিন

Ashwin


ভারত-বাংলাদেশ টেস্টে ঘরের মাঠে শতরান হাঁকালেন অশ্বিন। আর এই শতরানকেই ভর করে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ম্যাচ ফিরে আসলো ভারতের। বৃহস্পতিবার ১০টি চার এবং দু’টি ছক্কা মেরে ১১২ বলে ১০২ রান করে অপরাজিত অশ্বিন। ৯১.০৭ স্ট্রাইক রেট। শতরান করে অশ্বিন ধন্যবাদ জানিয়েছেন রবীন্দ্র জাডেজাকেও। তাঁরা ১৯৫ রানের জুটি গড়েছেন। শুক্রবার দিনের শুরুটাও করবেন তাঁরা।

এদিন, অশ্বিন বলেন, “ঘরের মাঠে শতরান করতে পারার অনুভূতিটাই আলাদা। এই মাঠে খেলতে দারুণ লাগে। প্রচুর স্মৃতি রয়েছে আমার এখানে। এই শতরানটা খুবই স্পেশ্যাল। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছিলাম। সেটাই আমাকে সাহায্য করেছে চেন্নাইয়ে এমন ইনিংস খেলতে। ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছি। অফ স্টাম্পের বাইরেই শুধু খেলতাম আগে। এখন আমি ব্যাট চালাই। আর চালালে (ঋষভ) পন্থের মতো চালাই, না হলে চালাই না।”

এদিন ৮০ ওভার খেলে ভারত প্রথম দিনে ৩৩৯ রান তুলেছে। ১৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টিকিয়ে রাখে অশ্বিন এবং জাডেজা জুটি। দু’জনেই দিনের শেষে অপরাজিত থেকে ১৯৫ রানের জুটি গড়েন। শুক্রবার দিনটা তারাই শুরু করবেন। জাডেজা ব্যাট করছেন ৮৬ রানে। অশ্বিন অপরাজিত ১০২ রানে। শুক্রবার তাঁদের উপর নির্ভর করছে কত রানে শেষ করবে ভারত।