বন্যা‌ কবলিত মানুষদের ত্রাণ সামগ্ৰী নিয়ে ভাষা পুর আইল্যান্ডে বিডিও,কর্মাধ্যক্ষ,সদস্য সহ অন্যান্যরা

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-


এক দিকে কয়েকদিনর টানা বৃষ্টি।অন্যদিকে ডিভিসির জলের তোরে  ভরে গেছে দামোদর। দামোদরে জল উপছে ইতিমধ্যে গ্ৰামে প্রবেশ করেছে। জল দখল নিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। দামোদরের জলের আতঙ্কে ঘুম কেড়েছে গলসি 2 ব্লকের গোহগ্ৰাম অঞ্চলের ভাষা পুর এলাকার মানুষ জনের।


গোহগ্ৰাম অঞ্চলের ভাষাপুর দামোদর নদের মাঝের চরে বসবাস করেন প্রায় দেড়শো পরিবারের সারে ছয়শো থেকে সাতশো মানুষ।চরের চারিদিকে জলে টোইটুম্বু।আতঙ্কে গ্ৰামবাসি।রাজ্যে ইতিমধ্যে দশ থেকে এগারোটি জেলা বন্যার কবলে।বন্যা দুর্গতদের পাশে থাকতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রীর নির্দেশেই গোহগ্ৰাম অঞ্চলের ভাষা পুর মাঝের চরে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায় গলসি 2 ব্লকের বিডিও মৈত্রী ভৌমিক, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কৌশিক সাম, পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষীনারায়ণ বাগদী সহ অন্যান্যরা।বন্যা দুর্গতদের হতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। মাথার উপর ছাদ দিতে গৃহহীনদের দেওয়া হয় ত্রিপল।