ফাঁসির ঘাট সেতুর দাবিতে শুরু হতে চলেছে আন্দোলন

ফাঁসির ঘাট সেতু



কোচবিহার শহরের প্রবেশদ্বার ফাঁসিরঘাটে সড়ক সেতুর দাবিতে সাংগঠনিক ভাবে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি। সেতুর দাবিতে চলতি মাসের শেষের দিকে কোচবিহারে নাগরিক কনভেনশন ও আগামী ডিসেম্বর মাসে কোচবিহার শহরে মহা মিছিল সংগঠিত করতে উপদেষ্টা আহম্মদ হোসেনের সভাপতিত্বে কমিটির দায়িত্বশীলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোচবিহার জেলার এক নং ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার সাতমাইল শতীশ ক্লাব ও পাঠাগারের কনফারেন্স রুমে। 


এদিনের আলোচনায় সকলে একমত পোষণ করে যে, রাজ্য ও কেন্দ্র সরকার এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেতু তৈরির বিষয়ে চরম উদাসীনতার ইতিহাস দীর্ঘ করে চলেছে। এর অবসান ঘটাতেই হবে । কোচবিহার বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর সাধারণ জনগণের ন্যায্য দাবি পূরণে উদাসীন হয়ে তারা। এটি স্পষ্টতই নির্দিষ্ট এলাকার প্রতি নির্দিষ্ট বঞ্চনার বহিঃপ্রকাশ। 



ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সম্পাদক আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী বলেন, মানুষের ভোটে নির্বাচিত হবার পর মানুষের জলন্ত সমস্যা নিরসনে উদাসীন হয়ে থাকা সাংসদ ও বিধায়কদের জবাব দিতে তৈরি কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ। ওরা সাধারণ মানুষকে বোকা ভাবছে, ফাঁসিরঘাটে সড়ক সেতু না হলে, এ ভাবনার সঠিক উত্তর তা'রা পাবে সামনের দিনে।